খুলনার ডুমুরিয়ায় জমির দলিল জালিয়াতি চক্রের অন্যতম সদস্য সঞ্জয় মল্লিককে কারাগারে প্রেরণ করেছে আদালত। রবিবার খুলনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আমলী আদালতে তিনি জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত তার জামিন না-মুঞ্জুর করে। সঞ্জয় মল্লিক হরিনটানা থানাধীন আলাইপুর গ্রামের জনার্ধন মল্লিকের ছেলে।
স্হানীয় লোকজন এবং আদালত সুত্রে জানা যায়, জমির দলিল ও কাের্টের ডিগ্রি জালিয়াতি চক্রের মূলহােতা ডুমুরিয়া উপজেলার ধানিবুনিয়া গ্রামের বিপ্লব মন্ডল ও তার পিতা ভগিরথ মন্ডল। মনিশান্ত মন্ডলের ৬ পুত্রর মধ্যে ভগিরত মন্ডল ৫ নম্বর পুত্র। দীর্ঘদিন ধরে জালিয়াতি পেশায় জড়িয়ে পড়েছে ভগিরথ। তিনি পিতার নামীয় ১০.২২ একর সম্পত্তি নিজ নামে ভুয়া দানপত্র দলিল যার নং ৯১৪২/৭২ সৃষ্টি করে নিয়েছে। অথচ ডুমুরিয়া সাব-রজিস্ট্রি অফিসে ৯১৪২/৭২ নং দলিল সৃষ্টি হয়নি। সঞ্জয় মল্লিক দানপত্রে ওই জমিটি জাল জেনেও কম মূল্যের লােভে জাল দলিল মূলে প্রাপ্ত জমি থেকে ২০২৩ সালের ৩০ জানুয়ারী ০.৮৪ একর জমি তিনি কােবলা দলিল নং ৮৮৫৩/২৩ মূলে খরিদ করেন। শুধু একটি নয়, একই সাব-রজিস্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ১৪০৪৯/৭৪ ও ১৬৩৪৮/৭৬ নং কােবলা দলিলগুলাে ভুয়া এবং সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। এসব ঘটনা উল্লেখ করে দশরথের ছেলে মৃন্ময় মন্ডল বাদী হয়ে দলিল জালিয়াতি চক্রের প্রধান সহায়তাকারী বিপ্লব মন্ডলসহ তার পিতা ভগিরথ মন্ডল এবং সঞ্জয় মল্লিককে বিবাদী করে গত ২০২৩ সাল ১০ আগস্ট তারিখে আদালতে মামলা করে। সিআর মামলা নং- ৪৬৭। আদালত মামলাটি তদন্তের জন্য ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) বাংলাদেশ পুলিশের একটি বিশেষ শাখায় ন্যাস্ত করেন। মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (সিআইডি) মাে. রবিউল ইসলাম তার তদন্তে উল্লেখ করেছেন, বিতর্কিত দানপত্র দলিল নং ৯১৪২/৭২, কাবলা দলিল নং ১৬৩৪৮/৭৬, ১৪০৪৯/৭৪ ও কাবলা দলিল নং ৮৫৩/২৩ এবং দেওয়ানী ১২০/১০ এর নথি ও রায় ডিক্রী পর্যালােচনা এবং আসামী ডুমুরিয়ার ধানিবুনিয়া গ্রামের বিপ্লব মন্ডল (৩৭), ভগিরথ মন্ডল (৭৩) ও হরিনটানার আলাইপুর গ্রামের সঞ্জয় মল্লিক (৫৫)দের বিরুদ্ধে আদালতের নথি জাল, দানপত্র দলিল জাল, প্রতারণার জন্য জালিয়াতি, জাল জন সঠিক হিসেব দলিল ব্যবহার, জাল দলিল হেফাজতে রাখা, অপরাধজনক বিশ্বাস ভঙ্গ এবং প্রতারণা ও তা দ্বারা সম্পত্তি অর্পন, মূল্যবান দলিল প্রনয়ন ও অসৎভাব প্ররাচনা দেওয়া এবং জমি দখল বাঁধা দানের জন্য খুন জখমের ভয় দেখানার জন্য পেনাল কােডের ৪৬৬/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৪/৪০৬/৪২০/ ৫০৬ ধারার অপরাধ করেছ মর্মে প্রাথমিকভাব প্রমাণিত। আদালতের ওয়ারটভুক্ত আসামী বিপ্লব মন্ডল ও ভগিরথ মন্ডল আত্মগােপন রয়েছে এবং আসামী সঞ্জয় মল্লিক রবিবার আদালত জামিন নিতে গেলে আদালত তার জামিন নামুঞ্জুর করে কারাগার প্রেরণ করেন। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন, আসামীদর গ্রেফতারের জাের প্রচষ্টা অব্যহত রয়েছে।
Please follow and like us: