নিরাপদ উদ্যানতাত্বিক ফসলের আধুনিক উৎপাদন প্রযুক্তি ও বালাই ব্যবস্থাপনা এবং জৈব সার উৎপাদন সংরক্ষণ ও ব্যবহার প্রযুক্তির উপর উপজেলা কৃষি সম্প্রসারন দপ্তরের আয়োজনে ২১ ও ২৩ মে ২দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মঙ্গলবার ও বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমীন। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) মোঃ মিজান মাহমুদ। বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ওয়ালিদ হোসেন।
প্রশিক্ষক ছিলেন অধির কুমার বিশ্বাস ও মোঃ হাবিবুল্লাহ। উপস্থিত ছিলেন স্পেয়ার মেকানিক সৌমেন্দু মন্ডল প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার ৩০জন কৃষক কৃষাণী অংশ গ্রহন করেন।
Please follow and like us: