৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ায় দুবৃত্তের ছুরিকাঘাতে  যুবক নিহত 

গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর.খুলনা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০১ ২০২৪, ১৮:২৯ | 617 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় দুবৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার খর্নিয়া বাজারের সন্নিকটে টিপনা ব্র্যাক অফিসের সামনে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে নিহতের মা বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরনে জানা যায়, উপজেলার টিপনা গ্রামের মতলেব গাজীর ছেলে রাসেল (২৫) প্রাণ কোম্পানীর ডেলিভারীম্যান। সে সোমবার রাতে ডুমুরিয়া সদর সহ আশপাশের বাজারে পণ্য ডেলিভারী দিয়ে ইঞ্জিনভ্যান যোগে বাড়ি ফিরছিল। রাসেল খুলনা-সাতক্ষীরা মহাসড়কের টিপনা ব্র্যাক অফিসের সামনে পৌছুলে একটি মোটরসাইকেলে ২জন দূবৃত্ত তার গতিরোধ করে। এ সময় তারা রাসেলের কাছে থাকা টাকা পয়সা ছিনতাইয়ের চেষ্টা চালায়, এক পর্যায়ে রাসেল ভ্যানের হ্যান্ডেল দিয়ে তাদের আঘাত করলে দূবৃত্তদের একজন আহত হয়। পরে তারা রাসেলকে উপুর্যপরি ছুরিকাঘাত করে। এ ঘটনায় রাসেল মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় রাসেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহতের মা শাহিনারা বেগম বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় অজ্ঞাতদের আসামী করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ আটক হয়নি। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক বলেন, আসামীদের গ্রেফতারের জন্যে অভিযান চলছে। তবে ঘাতকদের ব্যবহৃত সন্দেহে একটি আর ওয়ান ৫ মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানান তিনি। নিহত যুবকের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET