৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ায় দুর্বৃত্তের হামলায় ঘেরের পাহারাদার দম্পতি আহত 

গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর.খুলনা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০২ ২০২৪, ২১:৩৫ | 638 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় সরকারি ইজারাকৃত জলাশয়ে হামলা চালিয়েছে স্থানীয় কতিপয় দুর্বৃত্ত। এতে গুরুতর আহত হয়েছেন ওই জলাশয়ের পাহারাদার তারাপদ গাইন ও তার স্ত্রী মন কুমারী গাইন। আহতরা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ইজারা মালিক অরুণ কুমার নাথ বাদি হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন।
দায়েরকৃত এজাহার ও আহত দম্পতির সাথে কথা বলে জানা যায়, উপজেলার মাগুরখালী ইউনিয়নের কোড়াকাটা মৌজায় তেতুলতলা নামীয় খাস খালটি সরকারি বিধি মোতাবেক ইজারা নিয়ে ভোগদখল করে আসছেন শোভনা ইউনিয়নের উত্তর চিংড়া এলাকার অরুণ কুমার নাথ। স¤প্রতি ওই এলাকার অপূর্ব মন্ডল,বাদল সরকার,দিবাশীষ মিস্ত্রী,নয়ন মন্ডল ও হিরন্ময় মন্ডল নামীয় ব্যক্তিরা ওই খাল জবর দখলের নেশায় মেতে উঠে। তারই জের ধরে ঘটনার দিন গত বৃহস্পতিবার বিকেলে উল্লেখিত দুর্বৃত্তরা জোর পূর্বক খালটি অবৈধ ভাবে জবর দখল করতে যায়। এ সময় বাঁধা দিলে তারা সংঘবদ্ধ হয়ে দা লাঠিসোটা নিয়ে পাহারাদার দম্পতি কে বেপরোয়া মারপিট করা হয়। খবর পেয়ে মাগুরখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাবিবুর রহমান ঘটনাস্থলে যান এবং স্থানীয়রা গুরুতর আহত দম্পতি কে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। ঘটনা প্রসঙ্গে ওসি অপারেশন কবির হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET