খুলনার ডুমুরিয়ায় সরকারি ইজারাকৃত জলাশয়ে হামলা চালিয়েছে স্থানীয় কতিপয় দুর্বৃত্ত। এতে গুরুতর আহত হয়েছেন ওই জলাশয়ের পাহারাদার তারাপদ গাইন ও তার স্ত্রী মন কুমারী গাইন। আহতরা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ইজারা মালিক অরুণ কুমার নাথ বাদি হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন।
দায়েরকৃত এজাহার ও আহত দম্পতির সাথে কথা বলে জানা যায়, উপজেলার মাগুরখালী ইউনিয়নের কোড়াকাটা মৌজায় তেতুলতলা নামীয় খাস খালটি সরকারি বিধি মোতাবেক ইজারা নিয়ে ভোগদখল করে আসছেন শোভনা ইউনিয়নের উত্তর চিংড়া এলাকার অরুণ কুমার নাথ। স¤প্রতি ওই এলাকার অপূর্ব মন্ডল,বাদল সরকার,দিবাশীষ মিস্ত্রী,নয়ন মন্ডল ও হিরন্ময় মন্ডল নামীয় ব্যক্তিরা ওই খাল জবর দখলের নেশায় মেতে উঠে। তারই জের ধরে ঘটনার দিন গত বৃহস্পতিবার বিকেলে উল্লেখিত দুর্বৃত্তরা জোর পূর্বক খালটি অবৈধ ভাবে জবর দখল করতে যায়। এ সময় বাঁধা দিলে তারা সংঘবদ্ধ হয়ে দা লাঠিসোটা নিয়ে পাহারাদার দম্পতি কে বেপরোয়া মারপিট করা হয়। খবর পেয়ে মাগুরখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাবিবুর রহমান ঘটনাস্থলে যান এবং স্থানীয়রা গুরুতর আহত দম্পতি কে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। ঘটনা প্রসঙ্গে ওসি অপারেশন কবির হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us: