খুলনার ডুমুরিয়ায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতি, ডুমুরিয়া কলেজ, শহীদ স্মৃতি মহিলা কলেজ, ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ডুমুরিয়া সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর আনুষ্ঠানিকভাবে ডুমুরিয়া কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদেরকে সম্বর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমীন’র সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, ভাইস চেয়াম্যান গাজী আব্দুল হালিম ও শারমিনা পারভীন রুমা, মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এসএম আশিষ মোমতাজ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, উপজেলা সাব রেজিস্টার অঞ্জু দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সুধী সমাজের নেতৃবৃন্দ। শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চুকনগর বধ্যভূমিতে শহীদদের পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া গণহত্যা ৭১স্মৃতিরক্ষা পরিষদ, চুকনগর প্রেসক্লাব, আটলিয়া ইউনিয়ন পরিষদ, চুকনগর ডিগ্রী কলেজ, চুকনগর হাচানিয়া দাখিল মাদ্রাসা, স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত সমাজ’র পক্ষ থেকে বধ্যভূমিকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
Please follow and like us: