২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৮শে শাবান, ১৪৪৪ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ায় পাউবোর জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছে প্রভাবশালীরা।

গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর.খুলনা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৮ ২০২৩, ০০:৩২ | 626 বার পঠিত

ডুমুরিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে একাধিক প্রভাবশালীরা নির্মাণ করছেন পাকা স্থাপনা ও দোকান ঘর। শুক্রবার সকালে সরজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া গেছে। তবে কর্তৃপক্ষ বলছেন অচিরেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেখা যায়, খুলনা পানি উন্নয়ন বোর্ডের ২৯নং পোল্ডারের আওতায় ভান্ডারপাড়া ইউনিয়নের কাঞ্চননগর নামে একটি গ্রামীণ বাজার রয়েছে। এ বাজারের প্রায় সোয়া কিলোমিটার ওয়াপদার জায়গা দীর্ঘদিন দুপাশ দখল করে স্থানীয় প্রভাবশালীরা পাকা-আধাপাকা স্থাপনা নির্মাণ করে আসছে। সম্প্রতি খড়িয়াবুনিয়া এলাকার মৃত ঠাকুরদাস রায়ের ছেলে লিটন রায় ওই বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল পাকা ভবন নির্মাণ করে ব্যবসা চালিয়ে যাচ্ছে দেদারসে। এছাড়াও স্থানীয় দেব রায়, শংকর রায়, সনজিত, বাবলু, বশির মোল্লা, সুকুমার রায় সহ ২০/২৫ জন একই কায়দায় দখল করে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্থানীয় ইউপি সদস্য আয়ুব হোসেন মোল্লা বলেন, দিন দিন এভাবে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে নিচ্ছে প্রভাবশালীরা। এ যেন দেখার কেউ নেই ? অজ্ঞাত কারণে কতৃপক্ষও থাকছে নীরব। ভান্ডারপাড়া ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কাঞ্চননগর বাজারের পাশে পাউবোর জায়গা দখলে মহোৎসব চলছে। এ প্রসঙ্গে খুলনা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান বলেন, বিষয়টি শুনেছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৮৮০৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET