ডুমুরিয়ার মাদ্রাসায় গত-পরশু শুক্রবার সন্ধ্যায় পানিতে ডুবে এতিম-শিশু তৌফিক(৭)’র মৃত্যু ঘটেছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিশুটির পরিবার সুত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার দূরে ডুমুরিয়া ফুলজান-নেছা তাহফিজুল কোরআন বহুমুখি মাদ্রাসার নুরানী ১ম বর্ষের ছাত্র তৌফিক গত শুক্রবার বিকালে আছরের নামাজ পড়ার জন্য ওজু করতে ট্যাপের পানি না পেয়ে মাদ্রাসার পুকুরে যায়। সাতার না জানা তৌফিক পা-পিছলে পানিতে পড়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটেছে। এখানে উল্লেখ্য গত ২ বছর আগে ওই মাদ্রাসার এক শিশু-শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যুর ঘটনাকে হত্যাকান্ড বলে তার আপনজনেরা অনেক আন্দোলন-সংগ্রাম ও আদালতে অভিযোগও করেছিলেন।
এ মৃত্যু প্রসঙ্গে ওই মাদ্রাসার অধ্যক্ষ এনামূল হক বলেন, আছরের নামাজের জন্য সকলকে ডাকার পর ওই ছাত্রটি নামাজে না আসায় তার বড়ভাই মাদ্রাসা-ছাত্র তাহসিন তাকে খঁজতে থাকে। অনেক খোঁজা-খুঁজির পর এক পর্যায় পুকুরে তৌফিকের পায়ের স্যান্ডেল ভাসতে দেখা যায়। তখন ছাত্ররা সেই পানিতে নেমে তৌফিকের মরদেহ খুঁজে পায়।
আর শিশুটির নানা কাজি রফিকুল ইসলাম বলেন, বাবা-হারা তৌফিক-কে ৬ মাস আগে ওই মাদ্রাসায় ভর্তি করেছিলাম। সে সাঁতার জানতো না। গত শুক্রবার বিকালে পুকুরের পানিতে পড়ে যাওয়ায় তার মৃত্যু ঘটেছে।
Please follow and like us: