ডুমুরিয়ায় থানা পুলিশের এসআই পরিচয় দিয়ে এক মহিলাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে দু’ প্রতারক। বুধবার পুলিশ ওই দু’প্রতারককে আটক করেছে। এঘটনায় ক্ষতিগ্রস্ত ওই মহিলা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
থানা পুলিশের এসআই মনিরুজ্জামান জানান, শেরপুর থানা এলাকার চন্দননগর গ্রামের আকরাম আলীর ছেলে লিটন মিয়া ওরফে মিলন সম্প্রতি ডুমুরিয়া এলাকায় বসবাসরত অবস্থায় পটুয়াখালী ধুমকি থানার কার্তিকপাসা এলাকার এক মহিলার সাথে ফেসবুকে পরিচয় ঘটে। মিলন নিজেকে থানা পুলিশের এস আই পরিচয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে গভীর প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমের সম্পর্ক একমাস না পুরতেই কুয়েত মিশন খাটা টাকা আটকে গেছে ছাড়াতে ৫’লক্ষ টাকার প্রয়োজন বলে তার কাছে ৩লক্ষ টাকা দাবি করে এবং কয়েক দফায় বিকাশের মাধ্যমে টাকা হাতাতে থাকে। এরপর গত ১১ নভেম্বর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে খুলনা নিয়ে আসে এবং বিয়ের মার্কেটিং করার জন্য তার কাছে থাকা ১ লক্ষ ৪০ হাজার টাকা নিয়ে উধাও হয়। এরপর মিলনের সহযোগী ডুমুরিয়া শোভনা এলাকার প্রশান্ত মল্লিকের ছেলে মাষ্টার মাইন্ড সঞ্জয় মল্লিক ও বিকাশ নম্বর মালিকের সহযোগিতায় ওই চক্রের মূখোশ উন্মোচন হয়। কম্পিউটার অপারেটর বিশেষ সহযোগী সঞ্জয় পুলিশের পোশাক পরিধান করিয়ে বিশেষ সহযোগীতার কথা শিকার করেছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনা প্রসঙ্গে ওসি মাসুদ রানা বলেন এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us: