
খুলনার ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় শ্বাশুড়ি বৌমা আহত হয়েছে। আহতরা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাতে উপজেলার মাগুরখালীর লাঙ্গলমোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মাগুরখালী ইউনিয়নের লাঙ্গলমোড়া এলাকার শফিকুল গাজীর সাথে একই এলাকার ইবাদুল সানার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন রাতে ইবাদুল তার দলবল নিয়ে দা , লাঠিসোটা দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে শফিকুলের বৃদ্ধ মা শাহিদা বেগম (৬০) আহত হয় এবং তাকে ঠেকাতে গিয়ে পুত্রবধূ শিরিনা বেগম (৪০) আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওই রাতেই ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
Please follow and like us: