ডুমুরিয়ায় বামুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ও গ্রীল কেটে চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। বিদ্যালয়ের সভাপতি উজ্জ্বল বিশ্বাস ও প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম সরদার জানান, শুক্রবার সকালে খবর পেয়ে এসে দেখি ঘটনার রাতে কে বা কারা বিদ্যালয়ের প্রবেশ গেট ও বিভিন্ন কক্ষের দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে ৭টি সিলিং ফ্যান,মোটর, ইলেকট্রনিক তার সহ অফিস ড্রয়ে থাকা কিছু টাকা চুরি করে নেয়। যার আনুমানিক মূল্য অর্ধ লক্ষ টাকা। এছাড়া বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন ও অফিসের প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে দেয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে ওসি সুকান্ত সাহা বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us: