প্রাইভেটকারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা মাঠের সামনে প্রাইভেট কারের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। অপর এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় খুললাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, দুপুর আড়াইটার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের বেছাঘোনা ফুটবল মাঠের সামনে সাতক্ষীরাগামী দ্রুতগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২১-৭২২১) বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস(খুলনা মেট্রো ব-১১-০২১৮)এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ঘটনায় প্রাইভেটকারটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে। ওই প্রাইভেট কারের মধ্যে থাকা গাড়ির মালিক তথা চালক পাটকেলঘাটা বাজারে হোমিও চিকিৎসা সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার সারুলিয়া গ্রামের চিত্তরঞ্জন ঘোষের ছেলে মোহন লাল ঘোষ (৬৪) ও তার বন্ধু একই উপজেলার পুঠিয়াখালী গ্রামের মৃত শিশুবার দাসের ছেলে আশুতোষ দাস(৬৫) ঘটনাস্থানের প্রাণ হারান। ওই কারের অপরযাত্রী শামসুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মোহন লালের মাথা পিষে গেছে এবং তাকে ফায়ার সার্ভিস কর্মীরা গাড়ি কেটে উদ্ধার করেছে।
খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের এসআই পারভেজ আহম্মেদ জানায়, গাড়ি দু’টি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। লাশ সুরতহাল প্রতিবেদনের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Please follow and like us: