খুলনার ডুমুরিয়ায় শোভনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক খান (৭৭) ইন্তেকাল করেছেন। রোববার দিবাগত রাতে খুলনায় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র,৭ কন্যা, নাতিনাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার জোহর নামাজবাদ পূর্ব শোভনা মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় আওয়ামী, বিএনপি, জামায়াত ইসলাম, জনপ্রতিনিধি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে বিএনপি নেতা আব্দুর রাজ্জাক খানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা বিএনপি আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, সদস্য সচিব সরদার আঃ মালেক সহ সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Please follow and like us: