খুলনার ডুমুরিয়ায় টিউবওয়েল থেকে পানি নেয়াকে কেন্দ্র করে আপন ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে রুবেল কারিকর (৩২) নামে মেজো ভাই খুন হয়েছে। সোমবার সন্ধ্যায় তাকে কোপানো হয় এবং রাত আনুমানিক পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলার হাসানপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে জিনেতুল্লাহ কারিকরের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টিউবওয়েল থেকে পানি নেয়াকে কেন্দ্র করে হাসানপুর গ্রামের জিনেতুল্লাহ কারিকরের দুই ছেলে সোহান কারিকর (২২) ও রুবেল কারিকরের (৩২) মাঝে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই সোহান ঘর থেকে লোহার হাসুয়া নিয়ে তারই আপন মেজো ভাই রুবেলকে মাথায় ও পেটে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। রুবেলের চিৎকারে তার মা-বাবা ও বড় ভাই ছুটে আসে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তৎক্ষণাৎ রুবলকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে সার্জারি ইউনিটে তাকে ভর্তি করা হয়। পরে চিকিৎসারত অবস্থায় রাত আনুমানিক পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়। এছাড়া ঘাতক সোহান কারিকর একজন নিয়মিত মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। সোহানের অতীতেও অনেক বেপরোয়া কাজের সাথে সম্পৃক্ততার কথা জানিয়েছে এলাকাবাসী।
ওই এলাকার স্কুল শিক্ষক সেলিম হালদার বলেন, রাতে এলাকাবাসী নিয়ে ঝটিকা অভিযান চালিয়ে সোহানের খোঁজ পাওয়া যায়নি।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, এখনো মামলা হয়নি। তবে খুনের ঘটনায় জড়িত ব্যক্তিকে আটকের জন্য সারা রাত অভিযান চালিয়েছি।
Please follow and like us: