৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ায় মহিলাকে পিটিয়ে জখম 

গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর.খুলনা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৭ ২০২৪, ১৮:৫২ | 648 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে এক মহিলাকে পিটিয়ে জখম করা হয়েছে । গতকাল বেলা ১১টার দিকে তাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের জাফর হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৪৫)।
এব্যাপারে জাফর হোসেন বলেন, গতকাল বেলা ১১টার দিকে সাবান আলী খানের ছেলে সেনা সদস্য তৈয়েবুর রহমান, মৃত কপিল উদ্দিনের ছেলে মাষ্টার মোতালেব খান ও তার স্ত্রী আনোয়ারা বেগম, মৃত নুর আলী খানের ছেলে জাহাঙ্গীর খান তাদের ভোগদখলীয় সম্পত্তি দখল করার জন্য বসতঘরে অনাধিকার প্রবেশ করে তার স্ত্রী জাহানারা বেগমকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমান তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় তারা মামলা করবেন বলে জানান। এঘটনায় সেনা সদস্য তৈয়েবুর রহমানের সাথে একাধিক যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET