খুলনার ডুমুরিয়ায় বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে এক মহিলাকে পিটিয়ে জখম করা হয়েছে । গতকাল বেলা ১১টার দিকে তাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের জাফর হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৪৫)।
এব্যাপারে জাফর হোসেন বলেন, গতকাল বেলা ১১টার দিকে সাবান আলী খানের ছেলে সেনা সদস্য তৈয়েবুর রহমান, মৃত কপিল উদ্দিনের ছেলে মাষ্টার মোতালেব খান ও তার স্ত্রী আনোয়ারা বেগম, মৃত নুর আলী খানের ছেলে জাহাঙ্গীর খান তাদের ভোগদখলীয় সম্পত্তি দখল করার জন্য বসতঘরে অনাধিকার প্রবেশ করে তার স্ত্রী জাহানারা বেগমকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমান তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় তারা মামলা করবেন বলে জানান। এঘটনায় সেনা সদস্য তৈয়েবুর রহমানের সাথে একাধিক যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
Please follow and like us: