মায়ের ওপর অভিমান করে ডুমুরিয়া উপজেলার খলশী গ্রামে ৩য় শ্রেণির ছাত্রী সাদিয়া খাতুন (১১) গলায় ওড়নার ফাঁস দিয়ে গতকাল সোমবার সকালে আত্মহত্যা করেছে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার খলশী সরদার পাড়ার দিনমজুর মতিয়ার রহমান সরদারের ছোট মেয়ে খলশী আলিয়া মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্রী সাদিয়া খাতুন অন্যান্য দিনের মতো গতকাল সকাল সাড়ে ৭টার দিকে মায়ের কাছে বিস্কুট খেতে চায়। কিন্তু মা দিতে না পারায় টাকা চায়। টাকা দিতে মা দেরি করায়, অভিমান করে সাদিয়া তাদের ঘরের ভেতরে ঢুকে আড়ার(ডাবা) সঙ্গে নিজের ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে ঝুলে পড়ে। অনুমান আধাঘন্টা পরে সাদিয়ার বড়বোন জানালা দিয়ে দেখতে পায় সাদিয়া ঝুলছে। তখন আপনজনেরা তাকে বের করে দ্রুত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ প্রসঙ্গে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, বিস্কুট চেয়ে না পেয়ে অভিমানে শিশু সাদিয়া আত্মহত্যা করেছে।
Please follow and like us: