
খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর গ্রামের যুবক সজল মন্ডল(২৬) গত মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করেছে। কিন্তু তার এই আত্মহত্যার পেছনে সমিতিতে রাখা আমানতের টাকা ফেরৎ না পাওয়ার অভিযোগ উঠেছে।
মৃতের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৮ আগষ্ট মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার রংপুর ইউনিয়নের কালীবাটী এলাকার দরিদ্র মাধব মন্ডলের কৃষক ছেলে সজলের ঘর থেকে গোঙ্গানির(বিকট) শব্দ শুনে বাড়ির অন্যরা সেখানে এগিয়ে যায়। তখন খাটের ওপর উপুড় হয়ে গোঙ্গাতে থাকা সজল বলতে থাকে, ‘আমি বিষ খেয়েছি। আমি আর থাকবো না, চলে যাবো।’ ওই অবস্থা দেখে আপনজনেরা দ্রুত এ্যাম্বুলেন্স খবর দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিন্তু ততক্ষণে এলাকায় খবর ছড়িয়ে পড়ে উপজেলা থুকড়া বাজারে একটি নামকরা সমবায় সমিতি থেকে দীর্ঘদিন ধরে চেষ্টার পরও তার গচ্ছিত আমানতের ৩ লাখ টাকা ফেরৎ না পাওয়ায় মনের দুঃখে সজল আত্মহত্যা করেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে তাদের বাড়িতে গিয়ে ভাই-বোনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সজল মন্ডল গত ২০১৮ সালের ১২ ডিসেম্বর থুকড়া বাজারে অবস্থিত জনতা সমবায় সমিতিতে ৩ মাস অন্তর মুনাফা পাওয়ার আশায় ৩ লাখ টাকা আমানত রাখে। তবে নিজে একটা দোকান করার আশায় ২০২১ সাল থেকে সেই আমানতের টাকা তুলে নিতে ওই সমিতির সঙ্গে দেন-দরবার করতে থাকে। কিন্তু ৩ মাস অন্তর লাভের টাকা পেলেও আসল টাকা ফেরৎ না পাওয়ায় দোকান করতে না পেরে সজল কিছুটা মানষিকভাবে হতাশ হয়ে পড়ে। এবং গত ৮ আগষ্ট মঙ্গলবার ঘরে থাকা বিষ পান করে আত্মহত্যা করে।
এ প্রসঙ্গে তার বড় ভাই কাজল মন্ডল বলেন , আমার ভাই সজল শ্রাবন মাস ধরে খুব টেনশনে ছিলো। অপর ভাই উজ্জল মন্ডল বলেন , আমাদের বাড়ি থেকে এলাকার কিছু মানুষকে সঙ্গে নিয়ে গত বুধবার (৯আগষ্ট) ওই জনতা সমিতিতে যাওয়ার কথা ছিলো। কিন্তু তার আগেই সজল বিষ খেলো। উল্লেখ্য আড়ংঘাটা থানা থেকে সজলের মরদেহ নিয়ে ময়না তদন্ত শেষে গত বুধবার বিকালে ফেরৎ দিলে এলাকার শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
তবে জনতা সমবায় মসিতির হিসাব রক্ষক কমলেশ ঢালী, সজলের আমানতের টাকা ফেরৎ দিতে দেরি করার অভিযোগ অস্বীকার করে বলেন , আমরা তাকে নিয়মিত মাসিক মুনাফা দিয়েছি।
Please follow and like us: