
খুলনার ডুমুরিয়ায় শিশু ধর্ষনের অভিযোগে ৬৫ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম অজিয়ার মোল্লা, তিনি উপজেলার কুলবাড়িয়া গ্রামের মৃত কাবিল উদ্দিন মোল্লার ছেলে। ঘটনার বিবরনে জানা যায় গত ২২ মার্চ বিকাল অনুমান বিকাল ৪ টার দিকে অজিয়ার মোল্লা ৮ বছরের একটি শিশুকে প্রলোভন দেখিয়ে কুলবাড়িয়া গ্রামের (গাঙ্গের পাড়) একটি বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করে। তখন ওই বাড়িতে কেউ ছিলনা। বাড়িটি জনৈক শাহিদা বেগমের বলে জানা যায়। এরপর শিশুটির হাতে ৫০টাকা ধরিয়ে দিয়ে এঘটনা প্রকাশ না করার জন্য তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি যেতে বলে। এমতাবস্থায় শিশুটি বাড়ি ফিরে আসে, কয়েকদিন পর ওই শিশুটি ওই এলাকায় গেলে অজিয়ার তাকে আবরও ডাকে তখন সে দৌড়ে বাড়ি চলে যায়। সেসময় তার চোখে মুখে উৎকন্ঠার ছাপ দেখে তার মা কারন জানতে চাইলে শিশুটি পুরো ঘটনার কথা মাকে খুলে বলে। পরে ভিকটিমের মা অফুল্লা মন্ডল আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনকে জানালে তিনি থানায় যাওয়ার পরামর্শ দেন।
এব্যাপারে অফুল্লা মন্ডল বাদী হয়ে সোমবার ডুমুরিয়া থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি দায়ের করেছেন, মামলা নং-১১/২৫ তারিখ ১৪ /৪/২০২৫। মামলার ভিত্তিতে ডুমুরিয়া থানা পুলিশ আসামী অজিয়ার মোল্লাকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরন করেছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা।
Please follow and like us: