৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ায় সাংবাদিককে জীবন নাশের হুমকি, থানায় অভিযোগ 

গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর.খুলনা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৬ ২০২৪, ১৮:২৯ | 628 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ার রংপুরে অবৈধভাবে খাল থেকে বালি উত্তোলন করে রাস্তা মেরামতের প্রতিবাদ করায় স্থানীয় ঠিকাদারের সাঙ্গপাঙ্কদের বিরুদ্ধে সাংবাদিককে জীবন নাশের হুমকি দেয়া হয়েছে। এঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে আড়ংঘাটা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগে দৌলতপুর থানার দেয়ানা গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে ও দৈনিক তথ্য পত্রিকার প্রতিনিধি জি এম মাসুদুল হক উল্লেখ করেন, আড়ংঘাটা থানাধীন ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে রাস্তার কাজ চলমান থাকায় পাশের খাল থেকে বালি উত্তোলন করে রাস্তা মেরামতের কাজ করছিল স্থানীয় এক ঠিকাদার। এঘটনায় তিনি স্থানীয়ভাবে প্রতিবাদ করলে উক্ত ঠিকাদারের লোকজন তার উপর ক্ষিপ্ত হয়। এর জের ধরে গত ০৮/০৯/২০২৪ তারিখ সন্ধ্যার দিকে আড়ংঘাটা থানার শলুয়া এলাকার সিরাজ ফকিরের ছেলে রসুল ফকিরের নেতৃত্বে সেলিম, উসমান ও পাহাড়পুরের মাসুদ সহ ৮/১০ তাকে শলুয়া বাজারে পেয়ে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ ও জীবন নাশের হুমকি দিলে,তিনি জীবন বাঁচানোর তাগিদে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এঘটনার পর তিনি বিবাদীদের ভয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছেন। নিরুপায় হয়ে তিনি গত ০৯/০৯/২৪ তারিখ নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ৩জনের নাম উল্লেখ করে আড়ংঘাটা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এব্যাপারে বিবাদী ওসমান বলেন, ছোট একটা ঘটনা নিয়ে মাসুদুল ভাইয়ের সাথে মনোমালিন্য হলেছিল। কিন্তু সেটা সমাধান হয়ে গেছে।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, আমি তো যোগদান করেছি কয়েকদিন আগে। এ জন্য আমার কাছে কোন তথ্য নেই।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET