খুলনার ডুমুরিয়া থানা পুলিশ পরিত্যাক্ত অবস্থায় দেশীয় তৈরী দু’টি ওয়ান শুটার গান অস্ত্র উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চহেড়া হরি নদীর পাশে একটি শিরিস গাছের নিচে থেকে অস্ত্র দু’টি উদ্ধার করা হয়।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা জানান, বৃহস্পতিবার সকালে জনৈক কাঠ ব্যবসায়ী শরিফুল ইসলাম তার লোকজন নিয়ে চহেড়া এলাকার হরি নদীর পাড়ে একটি শিরিস গাছ কাটতে যান। শ্রমিকরা গাছের গোড়ায় খুঁচতে গিয়ে দেখতে পান পুরাতন প্যান্টের কাপড়ে জড়ানো লোহার রড। এরপর পুরোপুরি খুলে দেখে দুটো ওয়ান শুটার গান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অস্ত্র দু’টি উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপরাধীরা নিরাপদ স্থান ভেবে অস্ত্র দুটো এখানে রেখেছে। এখন এর পেছনের লোকদের খুঁজে বের করা হবে।
এলাকাবাসির ধারণা এলকায় একটি অবৈধ অস্ত্র কেনাবেচার সিন্ডিকেট রয়েছে। সম্প্রতি ওই সিন্ডিকেটের কয়েকজন সদস্য দু’টি ওয়ান শুটারগাণ সহ জেলা ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। উদ্ধাকৃত অস্ত্রের সাথে ওই সিন্ডিকেটের কোন যোগ সুত্র থাকতে পারে। উদ্বারকৃত অস্ত্রের ব্যাপারে থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
Please follow and like us: