তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় ৪৩৮ জনের মধ্যে ৪৩ লাখ টাকা চেক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসার অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সংরক্ষিত আসনের (৩১২) সংসদ সদস্য ও খুলনা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক রুনু ইকবাল বিথার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান, ওসি সুকান্ত সাহা, সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা মোছাম্মদ রুবি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা জাতীয় মহিলা সংস্থার জেলা কার্যালয়ের নির্বাহী অফিসার নূর মোহাম্মদ।