গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের লক্ষ্যে খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউপি’র ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল আমীন। বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মোঃ শামীমুজ্জামান শেখ। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দিন, মাওঃ বায়েজিদ হুসাইন, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক গৌতম রাহা, সহ সভাপতি শংকর ঘোষ, সহকারী সচিব হেলাল হোসেন, ইউপি সদস্য মাওঃ মতিউর রহমান, মনিরুজ্জামান মালী, আলাউদ্দিন মালী, এম এ সালাম, মনিরুল ইসলাম, পতিরাম হালদার, রাশেদুল ইসলাম, পলাশ দাস, মাছুরা বেগম, ফিরোজা বেগম, চায়না বেগম, শেখ আব্দুস সবুর, আসাদুজ্জামান আসাদ, মাষ্টার নিছার উদ্দিন, মাষ্টার আফজাল হোসেন, হাসানুজ্জামান মোড়ল, নাজমুল ইসলাম, মেহেদী হাসান বাবলু প্রমুখ। বাজেটে ২০২৪-২৫ অর্থ বছরে ৩কোটি ৭৭ লাখ ১৭ হাজার ২শত টাকা আয় ও সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে।
Please follow and like us: