খুলনার ডুমুরিয়ার খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দীন আহম্মেদ। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার হাইওয়ে পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল। বক্তব্য রাখেন চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, সাংবাদিক ইব্রাহিম রেজা, সুমন ব্রহ্ম, এস আই পারভেজ আহম্মেদ, জেলা বাস মিনিবাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, নিতাই রায়, আব্দুল হাই প্রমুখ। সভা শেষে পুলিশ সুপার চুকনগর বাজার বাসস্ট্যান্ডে মহাসড়ক জুড়ে অবস্থিত অবৈধ স্থাপনা গুলো তুলে নেওয়ার জন্য নির্দেশ দেন।
Please follow and like us: