
খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বাদুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী মোড়ল (৬০) আর নেই (ইন্নালিল্লাহ,, রাজেউন)। শুক্রবার রাত আনুমানিক ১২ টার দিকে শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, গত ১৪ মে বাদুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক , বাদুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি , ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও মোড়লপাড়া ঈদগাহ মাঠের সভাপতি রমজান আলী মোড়ল হৃদ রোগে আক্রান্ত হয়। এসময় দ্রুত তাকে শেখ আবু নাসের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়। দীর্ঘ ১৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার রাত আনুমানিক ১২ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার বেলা ১১ টার দিকে বাদুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি , উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ হোসেন জোয়াদ্দার , সিনিয়র সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন , ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম হেলাল , মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা আক্তার রুমা , সরদার শরিফুল ইসলাম , শেখ আবু হাসান , সম রোকনুজ্জামান মন্টু , শেখ রফিকুল ইসলাম প্রমুখ।
Please follow and like us: