খুলনার ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির বিশেষ সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সমিতির অস্হায়ী কার্যালয় মনোয়ারা সুপার মার্কেটে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কাজি আবদুল্লাহ। সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ভাষা শহীদ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা, কল্যাণ সমিতির পক্ষ থেকে পিকনিক পার্টির আয়োজন, সমিতির নতুন সদস্য অন্তর্ভূক্তি,সমিতির সিনিয়র সদস্য আনোয়ার হোসেন আকুঞ্জীর সুস্হতা কামনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন অরুন দেবনাথ, সুব্রত ফৌজদার, এস রফিকুল ইসলাম, শেখ আব্দুস ছালাম, জিএম ফিরোজ, গাজী মাসুম, গাজী আব্দুল কুদ্দুস, গাজী নাসিম প্রমূখ। সভা শেষে নেতৃবৃন্দ ডুমুরিয়া উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমার সাথে তার কার্যালয়ে এক সৌজন্যে সাক্ষাৎ এ মিলিত হন।
Please follow and like us: