
উৎসব মুখর পরিবেশে খুলনার ডুমুরিয়া উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৬৮ জন ভোটারের মধ্যে ৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোঃ ফাররুখ হোসেন খান সভাপতি, তাপস চক্রবর্তী সহ সভাপতি, শফিকুল ইসলাম মোল্যা সাধারণ সম্পাদক, এম এ কামাল হোসেন সহ সম্পাদক, বায়েজদ হালদার সাংগঠনিক সম্পাদক, মোস্তাফিজুর রহমান দপ্তর সম্পাদক, রেজাউল করিম, সুজন রায় ও নিত্যানন্দ মন্ডল সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রশান্ত জোয়াদ্দার কোষাধ্যক্ষ, ক্রীড়া সাংস্কৃতিক ও সামসুর রহমান ভ্রমন সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন আরশাফ আলী খান ও সুজিত কুমার মন্ডল।
Please follow and like us: