২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ার পানি ফল যাচ্ছে সারাদেশে।

গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর.খুলনা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০২১, ১২:১৮ | 1091 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় বানিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে পানি ফল বা পানি সিংড়া। এ ফল সরবরাহ করা হচ্ছে সারাদেশে। চাষে লাভজনক হওয়ায় পানি ফল চাষে ঝুকছে চাষীরা।
ডুমুরিয়ার আশপাশের বিভিন্ন বিল ও জলাশয়ে এ পানি ফল চাষ করা হচ্ছে। পানিতে জন্মে বলে এ ফলের নাম পানি ফল বা পানি সিংড়া। লতাপাতার মত জলাশয়ে ভাসতে দেখা যায় পানি ফলের গাছ। মৌসুমী ফসল হিসেবে পানি ফল চাষ করা হয়। অনেকে মাছের সাথে মিশ্রভাবেও পানি ফলের চাষ করে থাকে। পানি ফলে পানি ও প্রচুর খনিজ উপাদান থাকে।

জানা গেছে,ডুমুরিয়ায় পতিত খালবিল ও জলাশয় জুড়ে চাষ হচ্ছে পানি ফলের। লাভজনক হওয়ায় এ উপজেলায় প্রতিবছর বাড়ছে এ ফলের চাষ। প্রতিবছর যেমন চাষ বাড়ছে তেমননি প্রতিটি হাট বাজারে বেচাকেনাও বৃদ্ধি পেয়েছে। ফলে বেকারত্ব দূর হচ্ছে। পানি ফল চাষ মূলত্র কম খরচে,কম পরিশ্রমে দামও মোটামুটি হওয়ায় কৃষকরা ব্যাপক লাভবান হচ্ছে।

খুলনা জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আষাঢ় মাস থেকে ভাদ্র বা আশ্বিন মাস পর্যন্ত চারা লাগানো যায়। চারা লাগানোর দুই থেকে আড়াই মাস পর ফল তোলা যায়। প্রতি গাছ থেকে ৩/৪বার ফল তোলা যায়। এভাবে পৌষ মাস পর্যন্ত ফল পাওয়া যায়। এ ফলের কোন বীজ নেই। মৌসুম শেষে পরিপক্ক ফল থেকে আবারও চারা গজায়। সে চারা পরে জলাশয়ে লাগানো হয়। তবে কৃষি বিভাগ আশা করছে আগামী বছরে আরও বেশী জলাশয়ে এ ফলের চাষ হবে।

উপজেলার গুটুদিয়া ইউনিয়নের লতা গ্রামের দীপঙ্কর মন্ডল বলেন,তিনি এ বছর সাড়ে ৭বিঘা জমিতে পানি ফল চাষ করেছে। খরচ অতি সামান্য। খরচের তুলনায় প্রায় ১০গুন লাভ পাবেন তিনি। এদিকে কম খরচে লাভবান হওয়ায় ডুমুরিয়ার কৃষকরা এ ফলের চাষে আগ্রহী হচ্ছে।
এছাড়া উপজেলার বিল ডাকাতিয়া খাল বিল জলাশয় জুড়ে এখন শোভা পাচ্ছে পানি ফলের গাছ। প্রতিটি শহর ও গ্রামে এ ফলের ব্যাপক চাহিদা রয়েছে। সিদ্ধ করেও এ ফল খাওয়া যায়। বাজারে কাঁচা ফলের পাশাপাশি সিদ্ধ ফলও বিক্রি হয়ে থাকে। উপজেলার চুকনগর বাজারের ফল ব্যবসায়ী হযরত আলী মোড়ল জানায়,আশ্বিস থেকে পৌষ মাস পর্যন্ত পুরোদমে এ ফল বিক্রয় করা যায়। সিজোনাল ফল হওয়ায় প্রতিদিন ১মণ ফল বিক্রয় করা সম্ভব। এতে প্রায় ৫/৬শ টাকা লাভ হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন বলেন,পানি ফল অত্যন্ত সুসাধু। ডুমুরিয়া থেকে পানি ফলসহ এর চারা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে যাচ্ছে। কৃষি বিভাগ প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে। আগামীতে এ উপজেলায় পানি ফল চাষ আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET