
ডুমুরিয়ায় এক অসহায় বৃদ্ধার স্বপ্ন পুরন করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। উপজেলার খরশংগো গ্রামের স্বামী সন্তান হারা বয়োবৃদ্ধ খোদেজা বেগম (৯১) এর জরাজীর্ণ কুঁড়ে ঘরটি টিন দিয়ে ঘর নির্মান করে দিয়ে বাসযোগ্য করে দেয়ার জন্য বুধবার দুপুরে উপজেলা পরিষদ থেকে ২ বান টিন ও ঘর তৈরী করতে নগদ অর্থ প্রদান করেন উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন এমপি ব্যক্তিগত সহকারী মাইকেল রায়, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোল্যা জাহিদুল ইসলাম, ইউপি সদস্য আফরোজা সুলতানা, বাপ্পী খান, আক্তারুজ্জামান সুমন প্রমুখ।
ঘর পেয়ে মহা খুশিতে বৃদ্ধা খোদেজা বলেন, জীবনের ক্লান্তি লগ্নে স্বামী, সন্তানহারা একমাত্র নানতিকে নিয়ে তার বসবাস। দারিদ্রতার কষাঘাতে নুন আসতে পান্তা ফুরানো যেখানে নিত্য ঘটনা। সেখানে ঘর বেধে বাস করা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই না। বর্ষায় পানি পড়ে ঘরে বাস করতে পারতাম না। আওয়ামীলীগ নেতা মোল্যা জাহিদুলের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান একটি ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। ঘরের টিন ও অর্থ পেয়ে আমি খুক্ষ খুশি। যারা আমার স্বপ্ন পুরণ করে দিয়েছে আমি তাদের জন্য শুকরিয়া আদায় করি।