
খুলনার ডুমুরিয়ায় জীবন জীবিকা নির্বাহকারী হতদরিদ্র ভ্যান চালক হাফেজ ইউনুছ আলীর পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন উপজেলা সিরাতুন্নবী (সাঃ)বাস্তবায়ন কমিটি। সোমবার আসরবাদ উপজেলা পরিষদ মসজিদ চত্বরে দিনমজুর ভ্যান চালক হাফেজ ইউনুছ আলীর হাতে একটি নতুন মোটর চালিত ইঞ্জিন ভ্যান তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি হাফিজ মাহামুদুল হাসান ও সাধারণ সম্পাদক হাফেজ তৌফিকুর রহমান, মাওঃ মোস্তাক আহম্মেদ, মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, মাওঃ আব্দুর রহমান, মুফতি আবু সাঈদ, মাওঃ জাকারিয়া হুসাইন, মাওঃ আজহারুল ইসলাম, মাওঃ হারুন অর রশিদ, মাওঃ জোবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান, মোঃ আতিক উলাহ, মোঃ অহিদুজ্জামান, সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব প্রমুখ।
প্রসঙ্গত,গত ১১জুন রাতে ভ্যান চালক ইউনুছ আলীর বাড়ি থেকে চোরেরা তার ভ্যান গাড়িটি চুরি করে নিয়ে যায়। এতে তিনি পরিবার পরিজন নিয়ে নিদারুন কষ্টে দিনাতিপাত করছিলেন। একারণে উপজেলা সিরাতুন্নবী (সাঃ)বাস্তবায়ন কমিটি পরিবার পরিজন নিয়ে তার কষ্টের কথা বিবেচনা করে তাকে একটি নতুন ইঞ্জিন ভ্যান কিনে দেন।