
খুলনার ডুমুরিয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার দুপুরে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কেক কাটা,দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ,লীগের সহ সভাপতি আলহাজ্ব শেখ হেফজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য গাজী এজাজ আহমেদ ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শোভা রানী হালদার। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) শাহ নেওয়াজ হোসেন জোয়ারদার, খান আবু বক্কার, উপজেলা আ’লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন, গোপাল দে, মোল্যা সোহেল রানা, গাজী তৌহিদ, আছফার হোসেন, ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, উপজেলা যুবলীগের আহবায়ক গোবিন্দ ঘোষ, ইকবল হোসেন, খান রবিউল ইসলাম আন্টু, উপজেলা ছাত্রলীগ সভাপতি খান আবুল বাশার, সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানা, কাজী ফাহাদ, আকতারুল ইসলাম সুমন প্রমুখ। সভা শেষে কেক কাঁটা ও দোয়া মাহফিল অনষ্ঠিত হয়।