ডুমুরিয়ায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের ফলন ও বাজার ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে উপজেলায় ১৫ হাজার ৬২৫ হেক্টর জমিতে এবার আমন ধানের আবাদ হয়েছে। আর এ জমিতে ৬২ হাজার ৫০০ মেঃ টন ধান উৎপাদন হয়েছে। এর মধ্যে বেশির ভাগ উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড ধান। আগের মতো এখন আর মোটা জাতের ধান চাষ হয়না। দক্ষিন-পশ্চিমাঞ্চলের এক সময়ে জনপ্রিয় ছিলো ল²ীজটা, রানী সেলুট, ঝুমুর বালাম, চাপাল, হোগলাপাতা, মরিশাল, কৈজুড়ি কিংবা হিজলদিঘি ও রাজা মোড়ল অথবা এ ধরণের অনেক চমকপ্রদ নামের দেশীয়জাতের ধান। যার অধিকাংশই জাত এখন বিলুপ্ত প্রায়। মাগুরখালী ইউনিয়নের শিবনগর বিলে কৃষক সুজয় মন্ডল ও নিতাই মন্ডলের ক্ষেতে গত শনিবার ধান মাড়াইয়ের কাজ চলছিলো। তাদের প্রায় ১০ বিঘা জমিতে বেশি চাষ করেছে ৩০ ও ২৩ জাতের ধান। ফলন গত বছরের চেয়ে এবার অনেকটা ভালো। কিছু জমিতে তারা মোটা জাতের সাহেবকচি ধান চাষও করেছেন। সবমিলে আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ফলন ভালো হয়েছে। কৃষকরা ধান মাড়াই করে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোসাদ্দেক হোসেন এ বিষয়ে নিশ্চিত করে বলেন, ডুমুরিয়ায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আবাদ হয়েছে। বাজার ভালো পাওয়ায় কৃষকরা এবার বেশ খুশি
Please follow and like us: