
খুলনার ডুমুরিয়ায় এক ব্যক্তির ৪টি গাছ কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
ডুমুরিয়া উপজেলার দক্ষিণ চুকনগর গ্রামের মোঃ মোসলেম উদ্দীন গাজীর পুত্র মোঃ আমিনুল ইসলাম গাজী (৩৩) প্রাপ্ত অভিযোগে উলেখ করেন একই গ্রামের মৃত বারিক গাজীর পুত্র মোঃ আরশাব আলী গাজী (বেড়ে আরশাব) ও তার পুত্র মাসুম বিলাহ এর সাথে পূর্ব বিরোধ আছে। তার জের ধরে গত ০৯/০৬/২০২১ইং তারিখ দুপুর অনুমান ১টার সময় বিবাদীদ্বয় বাদীর সম্পত্তিতে অবৈধভাবে অনাধিকার প্রবেশ করে কোন পরামর্শ ছাড়াই ৩টি শিরিস গাছ ও ১টি নিম গাছ কেটে দেয়। যার আনুমানিক মূল্য ৫হাজার টাকা। এঘটনায় বাদী বিবাদীদের বাড়িতে গিয়ে এভাবে কোন অনুমতি ছাড়াই গাছ কাটার কারণ জানতে চাইলে অকথ্যভাষায় গালিগালাজ ও মারপিট করতে উদ্যত হয়। এঘটনায় নিরুপায় হয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান বরাবর ২জনের নাম উলেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।