
ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নের আরাজি সাজিয়াড়া গ্রামে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার বিকেলে থানা পুলিশের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তির বাড়িতে সতর্কতামূলক লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে।
জানা যায়, উপজেলা সদরের আরাজি সাজিয়াড়া গ্রামের বাসিন্দা এ্যাডঃ পুলিন বিহারী বিশ্বাসের বাড়ির ভাড়াটিয়া কলেজ অধ্যাপক রঞ্জন কুমার করোনা পজেটিভ হয়ে বাসায় চিকিৎসাধীন রয়েছে। এ সংবাদে ডুমুরিয়া সদর ইউনিয়ন বিট পুলিশ উপপরিদর্শক (এসআই) মোঃ হাসানুজ্জামান ও হাফিজুর রহমান এলাকার লোকজনকে সতর্ক করতে আক্রান্ত ব্যক্তির বাড়িতে লাল পতাকা টানিয়ে দিয়েছে। এ সময় স্থানীয় ইউপি সদস্য খান আবু সুফিয়ানসহ এলাকার গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
Please follow and like us: