
খুলনার ডুমুরিয়ায় ৬৪০ গ্রাম গাঁজাসহ ১ জনকে আটক করেছে পুলিশ। বুধবার খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্তের নেতৃত্বে এসআই ইন্দ্রজিৎ মলি¬ক ও এসআই লিপন সরকার সংগীয় একটি টীম ডুমুরিয়া থানা শোলগাতিয়া এলাকায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে রুদাঘরা কাউন্সিল টু বরুনা বাজার সড়কের উপর থেকে শোলগাতিয়া গ্রামের সন্তোষ মন্ডলের পুত্র বিবেক মন্ডল (৩১)কে আটক করেন। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগে মোড়ানো ৬৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন,বিবেকের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা মামলা হয়েছে।