খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে চেচুড়ি এলাকা থেকে ২৫গ্রাম গাজাসহ আলামিন গাজী নামে এক চিহিৃত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার চেঁচুড়ি পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ তাকে আটক করে।ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিক করে জানান, আটককৃত ব্যক্তি এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে মাদক ক্রয় বিক্রয়ের সাথে সরাসরি জড়িত থাকায় মাদকসহ তাকে আটক করা হয়েছে। এরির্পোট লেখা পর্যন্ত আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার সকাল জেল হাজতে পাঠানো হয়েছে।