
ডুমুরিয়ায় খাবারের মধ্যে চেতনানাশক ওষুুধ মিশিয়ে একই পরিবারের ৬ জনকে অজ্ঞান করে সর্বস্ব লুট করে পালিয়েছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটছে শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলা সদরের আরাজি ডুুমুরিয়া গ্রামে। অচেতন সকলকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ডুমুরিয়া সদর ইউনিয়নের আরাজি ডুমুরিয়া গ্রামের মোজাফফর শেখ(৫০) ও তার স্ত্রী নাজমা বেগম(৪৫), ছেলে রাসেল শেখ(২৬), রাহুল শেখ(২৫)ও রাকিব শেখ(১৬)এবং পুত্রবধু তানজিনা বেগম(১৮) রাতের খাবার খেয়ে সকলেই ঘরে ঘুমিয়ে পড়ে। খাবারের সাথে চেতনানাশক ওষুধ মেশানো থাকায় বাড়ির সকল সদস্য ঘুমে অচেতন হয়ে পড়লে দূর্বৃত্তরা সেই সুযোগে ঘরে ঢুকে নগদ টাকা,স্বর্ণাংকার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিস পত্র লুট-পাট করে নিয়ে যায়।
সকালে নাজমা বেগম বাথরুমে যাওয়ার জন্যে চেষ্টা করলে তিনি মাথা ঘুরে পড়ে যান। এ সময় তার গোঙ্গানী শুনে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বাড়ির অন্যান্য সদস্যদের ডাকাডাকি করতে থাকলে কারো কোন সাড়া না পেয়ে ঘরে ঢুকে বাড়ির অন্যান্য সদস্যদের অচেতন অবস্থায় দেখতে পায়। তাৎক্ষনিকভাবে তাদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করে। প্রতিবেশি গৃহবধু জামিলা বেগম জানান, শনিবার বাড়ির পাশে একটি বিয়ের অনুষ্ঠান থাকায় সেখানে পরিচিত অপরিচিত অনেক লোকজনের আনা গোনা ছিলো। বিকেলের দিকে একজন অপরিচিত বয়স্ক লোক তানজিনার শাশুড়ির খোঁজ করতে ওদের বাড়িতে যায়। শাশুড়ি বাড়িতে নেই শুনে সেই বয়স্ক লোকটা তানজিনার কাছে পান খেতে চায়। তখন সে ঘরের ভিতর পান আনতে গেলে বারান্দায় মিটসেফে রাখা রান্না তরকারীতে হয়তো চেতনানাশক কিছু মিশিয়ে রেখে যায়। যা রাতে খাওয়ার সময় সকলেই তিতা স্বাদ অনুভব করেছিলো বলেও তিনি জানান।