আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম বুধবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। দুপুরে মির্জাপুর মন্ডলপাড়ায় সকল শ্রেনী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সন্ধ্যায় ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন সাজিয়াড়া গ্রামের মশিয়ার শেখকে দেখতে যান। রাতে মির্জাপুর অমল মন্ডলের বাড়িতে গুরু পূজা ও সত্য-ধর্মের মাসিক প্রার্থনা সভায় আলোচনা করেন। এছাড়া ডুমুরিয়ার দাসপাড়া, গোলনা দাসপাড়ার সকল শ্রেণী পেশার মানুষের সাথে বিকেলে মতবিনিময় করেন। এসময়ে উপস্থিত ছিলেন মাষ্টার রামপাদ মন্ডল, জাহিদ গাজী, স্বপন বৈরাগী, প্রশান্ত জোয়াদ্দার, রিজাউল শেখ, মোস্তফা শেখ, বিলাল শেখ, আইয়ুব আলী, শহিদ গাজী, নওশের সরদার, আজমত শেখ, আব্দুল হালিম ঢালী, আতিয়ার শেখ, আলমগীর মোড়ল, সুমন শেখ, কবির মোড়ল, ইনামুল হালদার, পলাশ রায়, বাধঁন মন্ডল, সুব্রত বিশ্বাস, হারুনুর রশীদ বাবু, এস কে বাপ্পি, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ।