
খুলনার ডুমুরিয়ায় জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ চিহিৃত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে মাদক বিক্রয়কালে তাদেরকে ডুমুরিয়া বাজার এলাকা হতে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল কুমার দত্ত জানান, শুক্রবার রাতে ডুমুরিয়া বাজার এলাকায় গাজা বিক্রয়কালে ৬শ গ্রাম গাজাসহ আটক করা হয়। আটককৃতরা হলেন, বটিয়াঘাটা উপজেলার শৈলমারী (উত্তর পাড়া) গ্রামের মিহির বৈরাগীর পুত্র সৌমেন বৈরাগী(৩০) এবং একই উপজেলার শৈলমারী (দক্ষিণপাড়া) গ্রামের মনোজ কান্তি হালদারের পুত্র উৎসব হালদার(২০)। এরির্পোট লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিয়ে ডুমুরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।