
ডুমুরিয়া থানার এস আই রজত ও কনস্টেবল হৃদয়ের বিরুদ্ধে আসামীর ওপর অমানুসিক নির্যাতন ও মারপিট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই আসামীর স্ত্রী সাবিনা বেগম খুলনা জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন।
লিখিত আবেদন সুত্রে জানা গেছে, গত ৩ জুন বিকেলে গাছের জাম পাড়াকে কেন্দ্র করে উপজেলা সদরের আরাজি সাজিয়াড়া গ্রামে রাজু সরদার ও তার প্রতিপক্ষ মুজিবর সরদারের পরিবারের সদস্যদের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে মুজিবর সরদার বাদী হয়ে ডুমুরিয়া থানায় রাজু সরদারসহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা করে। ওই মামলার জেরে গত ৫জুন বেলা ১১টায় উপজেলার গুটুদিয়া মোড় থেকে ডুমুরিয়া থানার এসআই রজত ও কনস্টেবল হৃদয় আসামী রাজু সরদারকে আটক করে। আটক করেই এস আই রজতের সামনেই কনস্টেবল হৃদয় তার ওপর অমানুসিক নির্যাতন চালায় বলে লিখিত অভিযোগে উলেখ করা হয়েছে। ঘটনাটি তাৎক্ষনিকভাবে রাজুর পরিবার ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুল রহমানকে জানায়। কোন প্রতিকার না করায় বুধবার সকালে সাবিনা বেগম খুলনা জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে অভিযোগকারী সাবিনা বেগম সাংবাদিকদের জানান, কনস্টেবল হৃদয়ের সাথে মুজিবর সরদারের মেয়ের প্রেমজ সম্পর্ক। এজন্যে সে অতি উৎসাহী হয়ে তার উর্দ্ধতন অফিসারের সামনে আমার স্বামীকে মারপিট করেছে। তিনি বলেন, আমার স্বামীকে পায়ের তলায় ও শরীরে লাঠি দিয়ে বেদম প্রহর করা হয়েছে। বর্তমানে আমার স্বামী খুবই অসুস্থ্য। এ বিষয়ে কনস্টেবল হৃদয় বলেন, আমাসীর রাজু’র সাথে কোন ধরনের নির্যাতন বা অমানুষিক আচারণ করা হয়নি। এটা সাজানো ও মিথ্যাচার করা হচ্ছে। এস আই রজত বলেন, আসামী রাজুকে আটক করে থানায় আনা হয়েছে। কোন মারপিটের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে খুলনা জেলা পুলিশ সুপার মোঃ মাহাবুব হাসান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।