১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • নারী ও শিশু
  • ডুমুরিয়ায় নির্যাতনের শিকার গৃহবধু স্বামীর অধিকার ফিরে পেতে সন্তান নিয়ে দ্বারে দ্বারে




ডুমুরিয়ায় নির্যাতনের শিকার গৃহবধু স্বামীর অধিকার ফিরে পেতে সন্তান নিয়ে দ্বারে দ্বারে

গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর.খুলনা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৮ ২০২২, ২৩:০০ | 803 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ার মাগুরাঘোনায় স্বামীর মারপিট ও পাশবিক  নির্যাতনের শিকার গৃহবধূ শিশু পুত্রকে নিয়ে তার পিতার বাড়িতে আশ্রয় নিয়েছেন। উপজেলার মাগুরাঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামের শহর আলি সরদারের কন্যা সোনিয়া খাতুন (২৩) এর সাথে একই গ্রামরে আলা উদ্দিন শেখের ছেলে রাজু শেখ  (৩০) এর প্রেমজ  সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। সংসার জীবনে তাদের ১ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। কিন্তু স্বামী রাজু শেখের পিতা আলাউদ্দিন শেখ উক্ত বিয়ে মেনে নিতে পারেনি। ফলে পিতার পৌত্রিক ভিটা ছেড়ে বিল এলাকায় লীজ ঘেরের বাসায় বসবাস করছে তারা। এদিকে স্বামী রাজুর প্রথম স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তারা পৌত্রিক ভিটা বাড়িতে থাকে। এনিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া বিবাদের সৃষ্টি হয়।
স্বামীর অব্যাহত নির্মম মারপিট, শারিরীক ও মানসিক নির্যাতন করতে থাকে স্ত্রী সোনিয়া খাতুন কে। এক পর্যায়ে গত শুক্রবার ভোর রাতে নির্জন ঘরে ভিতরে দরজা আটকিয়ে মধ্যে যুগীয় কায়দায় লোহার রড,দিয়ে এলোপাতাড়ি মারপিট করেছে বলে অভিযোগ উঠেছে। এরপর দুপুরে দিকে  স্ত্রী ও শিশু পুত্রকে বাড়ি থেকে  বের করে তাড়িয়ে দেয় । এতে সে গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের সহোযোগিতায় শিশু পুত্রকে পিতার বাড়িতে আশ্রয় নেয় আহত সোনিয়া। ভুক্তোভোগীর সোনিয়ার পিতা শহর আলি সরদার জানান,তার জামাই রাজু শেখ আমার মেয়েকে বেদম মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, হতদরিদ্র পরিবার হওয়ায় নিজ বাড়িতে রেখে স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা দেয়া হচ্ছে। এব্যাপারে উপযুক্ত আদালতে মামলা দায়েরর প্রস্তুতি চলছিল বলে জানা যায়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET