
ডুমুরিয়ায় পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্সের উদ্যোগে গ্রাহক সমাবেশ ও অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার সময় চুকনগর বাজারস্থ অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা ও যশোর জোনাল হেড কোয়ার্টার এর জিএম এ্যান্ড ইনচার্জ শেখ হাবিবুর রহমান হাবিব। সভায় প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। প্রধান বক্তা ছিলেন পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্স লিঃ এর মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ মোরশেদ আলম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন ও সৈয়দ ঈসা মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক জিএম ফারুক হোসেন।
বক্তব্য রাখেন অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, অধ্যক্ষ এম আর মঈন, মিজানুর রহমান বাবলু, চুকনগর ইসলামি ব্যাংকের ম্যানেজার মোঃ আব্দুল আজিজ, আলহাজ্ব শেখ আমিন উদ্দীন, মোঃ মনিরুজ্জামান, মোঃ রেজাউল করিম, শেখ আজিম উদ্দীন, মনিরুজ্জামান মনির, শেখ মুর্শিদুল আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন চুকনগর জোনাল অফিসের ইনচার্জ মোঃ ইব্রাহিম হোসেন।
Please follow and like us: