
খুলনার ডুমুরিয়ার পল¬ীতে পূজা মন্দিরের ব্যাটারী চুরি করে পালানোর সময় এক চোরকে হাতে নাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার মাগুরাখালী ইউনিয়নের গাজী নগর এলাকায় এ চুরির ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান জানায়, উপজেলার মাগুরখালী ইউনিয়নের গাজী নগর এলাকায় একটি পূজা মন্দিরে মঙ্গলবার গভীর রাতে তিন যুবক একটি মোটর সাইকেলযোগে মন্দিরের ভিতরে এসে সোলার সিস্টেমের দুটি ব্যাটারী চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন টের পেয়ে চোরদের ধাওয়া করলে একটি ব্যাটারীসহ সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর এলাকার সিদ্দিক সরদারের পুত্র ইয়াহিয়া সরদার(১৭)কে ধরে গণপিটুনি দেয়। এসময় তার অপর সহযোগী একই এলাকার মোঃ আলমগীর হোসেন আলম(১৮) ও ইব্রাহিম হোসেন সরদার(২০)মোটর সাইকেল যোগে একটি ব্যাটারী নিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে মাগুরখালীর ক্যাম্প পুলিশ আটককৃত ইয়াহিয়াকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। এঘটনায় আটককৃত আসামীসহ তার শিকারোক্তিতে ৩জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং আটককৃত ব্যক্তিকে জেল হাজতে পাঠানো হয়েছে।