
করোনা পরিস্থিতির অবনতি ঘটায় সরকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন। সকল নাগরিককে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করেন। আর জরুরী প্রয়োজনে বাড়ীর বাহিরে বের হলে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষনা করেছেন। এর প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামান ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করেন। সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মোঃ নাছিব এবং ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান।
এ সময় ৫টি প্রতিষ্ঠানের মালিককে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০২১ এর ১৭৮ ও ২৮৭ ধারায় ৫হাজার ৪শত টাকা জরিমানা করা হয়েছে।