
খুলনার ডুমুরিয়ার ভ্রাম্যমান আদালতের আভিযানে ২ লক্ষ টাকা মুল্যের ২৮০ কেজি রপ্তানি যোগ্য হিমায়িত চিংড়ি জব্দ পূর্বক বিনষ্ট করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ৪ জন মৎস্য ব্যবসায়িকে ১৪ দিনের জেলসহ প্রত্যেক কে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা ধার্য্য করা হয়েছে। রোববার বিকেলে আদালত পরিচালনা করেন,ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের আঁধার মানিক এলাকার স্বপন মন্ডলের মাছের ডিপোতে অভিযান চালিয়ে রপ্তানি যোগ্য হিমায়িত চিংড়িতে অপদ্রব (জেলি) পুশ করার অপরাধে ২৮০ কেজি চিংড়ি জব্দ পূর্বক বিনষ্ট করা হয়। যার আনুমানিক মুল্য ২ লক্ষ টাকা বলে জানা গেছে।
এসময় ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে অভিযুক্ত মৎস্য ব্যবসায়ী দিলীপ মন্ডল,পরিতোষ মন্ডল, কুমারেশ মন্ডল ও অতুল কৃষ্ণ মন্ডলসহ ৪ জন ব্যবসায়ী কে ১৪ দিনের জেলসহ প্রত্যেককে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা ধার্য্য করা হয়।
আদালত পরিচালনায় সহযোগিতা করেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবু বক্কার সিদ্দিকী, উপজেলা ভূমি অফিসের নাজির মোঃ সাইফুল্লাহসহ ডুমুরিয়া থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।