খুলনা ডুমুরিয়ার পল্লী বিদুৎ সমিতির জোনাল অফিস ভবনে মঙ্গলবার বিকাল ৫টার সময় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভপতিত্ব করেন ডুমুরিয়া জোনাল অফিসের ডি জি এম মোঃ আব্দুল মতিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পল¬ী বিদুৎ সমিতির সিনিয়ার জেনারেল ম্যানেজার মোঃ আলতাফ হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন ডুমুরিয়া জোনাল অফিসের এজি এম কম মোঃ আব্দুল মমিন খান, জুনিয়র ইঞ্জিনিয়ার নন্দন কিশোর ও ডুমুরিয়া জোনাল অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সভায় সিদ্ধান্ত হয় বর্তমানে ঝড় বৃষ্টির সময়ে গ্রাহক সেবা অব্যাহত রাখতে হবে। প্রতিটি এলাকায় বিদুৎ বিভাগের লোকজনের সহায়তায় স্থানীয় সমাজ সেবীদের সম্পৃক্ত করতে হবে। বকেয়া বিদ্যৎ বিল আদায়ে জনপ্রতিনিধিদের সহায়তা কামনার পাশপাশি সংশি¬ষ্ট এলাকার পরিচালকরা দায়িত্ব পালন করবে।