
খুলনার ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমানের নেতৃত্বে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন বাজারে জনসচেতনতামূলক সভা ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বিভিন্ন বাজারের মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, ইজিবাইক চালক, মাহেন্দ্র চালক ও ইঞ্জিন ভ্যান চালকদের সাথে সচেনতামুলক সভায় মুখে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরাত্ব বজার রাখান অনুরোধ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চুকনগর প্রেসক্লাবের সহ সভাপতি গাজী আব্দুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক গৌতম রাহা, সাধারণ সম্পাদক শংকর ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম মুকুল, মালিক সমিতির নেতা নিতাই রায়, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি লেওকাত হোসেন প্রমুখ।