১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়া সদরে প্রেসক্লাবের দোকান চুরি

গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর.খুলনা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২২, ১৮:৩৩ | 746 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়া সদরে অভিনব কায়দায় আবারো দোকান চুরি সংগঠিত হয়েছে। গত সোমবার দিবাগত গভীর রাতে ডুমুরিয়া বাসষ্ট্যান্ডে প্রেসক্লাবের ভাড়াটিয়া দোকানি মঈন শেখের আল্লার দান নামক ষ্টোরে এ ঘটনা ঘটে। চোরেরা দোকান ঘরের টিনশেড কেটে নগদ টাকাসহ প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। একের পর এক এমন চুরির ঘটনা ঘটলেও বাজার কমিটির কোন তৎপরতা দেখা যায়না।
জানা যায়, প্রতিদিনের ন্যায় ঘটনার রাতে দোকানদার তার দোকান বন্ধ করে বাড়িতে যায়। সকালে দোকান খুলে দেখে কে বা কারা টিনশেডের চাল কেটে ভিতরে প্রবেশ করে নগদ ১৩ হাজার ৫ শত টাকাসহ অর্ধলক্ষাধিক টাকার সিগারেট, ¯প্রীডসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় দোকানদার মঈন ডুমুরিয়া থানায় একটি অভিযোগ করেছেন।
এ প্রসঙ্গে বারোআনি বাজার কমিটির আহবায়ক শ্যামল দাশ বলেন, বাজারে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় ৫জন নৈশ প্রহরীর জায়গায় আরও ১জন বাড়ানো হয়েছে। তিনি বলেন, ঘটনার রাতে ওই এলাকায় নির্মল নামে একজন নৈশ প্রহরী পাহারায় ছিল। তবে বাসষ্ট্যান্ডে অধিকাংশ সময় পুলিশ থাকায় প্রহরীরা ওই এলাকায় কম যায়।
এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, বাজারের পরিধি অনেক বড়, পুলিশ বিভিন্ন এলাকায় মুভমেন্টে ছিল। কিন্তু নৈশ প্রহরী পর্যাপ্ত না থাকা ও বয়োজৈষ্ঠ্য হওয়ায় তাদের পক্ষে সামাল দেয়া কঠিন। তবে চোরদের ধরতে জোরালো অভিযান অব্যাহত রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET