![]() অনলাইন নিউজ পোর্টাল আলোকিত বার্তা টুয়েন্টি ফোর ডট কম এর আয়োজনে ঢাকাস্থ বিজয় নগর বাংলাদেশ সাপ্তাহিক পত্রিকা পরিষদ মিলনায়তনে ডিজিটাল বাংলাদেশ গড়তে অনলাইন সংবাদ পত্রের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। আলোকিত বার্তার নির্বাহী সম্পাদক এ্যাডভোকেট আশ্রাফুল আলম চৌধুরী হায়দারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন এশিয়ান জার্ণালিস্ট হিউম্যান রাইটস্ এন্ড কালচারাল ফাউন্ডেশনের সভাপতি রিন্টু আনোয়ার। আলোকিত বার্তার সম্পাদক এম শরীফ ভূঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাপ্তাহিক শীর্ষ সমাচার পত্রিকার সম্পাদক মুক্তিযোদ্ধা আহমেদ উল্যাহ ভূঞা, দৈনিক আজকের নতুন খবরের বার্তা সম্পাদক সাজ্জাদ হোসেন শান্ত, বিশিষ্ট সংগঠক জিয়া খোন্দকার, দৈনিক নোয়াখালী প্রতিদিনের সম্পাদক রফিকুল আনোয়ার, দৈনিক ফেনী প্রতিদিনের সম্পাদক জসিম মাহমুদ, জাতীয় মানবাধিকার সোসাইটির সহকারি মহাসচিব আবুল বাশার বাদল, ঢাকাস্থ দাগনভূঞা যুব ফোরামের সভাপতি ব্যাংকার মঞ্জুরুল আলম টিপু, লেখক জাহাঙ্গীর আলম শোভন, মাসিক মৌলিক সম্পাদক মো: নুরুল আবছার, মাসিক পথিক পত্রিকার নির্বাহী সম্পাদক আবদুল্যাহ আল মিজান, বিনোদন তারকার’র সম্পাদক মিজানুর রহমান হিরো, ইঞ্জিনিয়ার কাজী মো: ইমরান, শাহপুর মুনস্টার ক্লাবের সভাপতি নুরুল হুদা সায়েম, আলোকিত বার্তার বার্তা সম্পাদক শেখ তারেক আজিজ, রিপোর্টার শাহেদ সাব্বির সোহাগ, পাক্ষিক কামরঙ্গীরচর সংবাদ পত্রিকার সম্পাদক আহমদ শফী আশরাফী, সংগঠক মো: গোলাম আজাদ বুলবুল, এম এ হাসান মাহমুদ, সহিদুর রহমান মিন্টু প্রমুখ।
|
Please follow and like us: