খোকন হাওলাদার, বরিশাল থেকেঃ- বরিশাল জেলা বিএনপির সাবেক সদস্য ও বাকেরগঞ্জ উপজেলা বিএনপি নেতা আব্দুস সালাম সিকদারকে সাদা পোষাকে ডিবি পরিচয়ে অপহরন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার।
বৃহস্পতিবার দুপুরে অপহৃত বিএনপি নেতার স্ত্রী লাভলী বেগম স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকার আদাবর এলাকার শাহাবুদ্দিন মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে ৬/৭জন সাদা পোষাকধারীরা ডিবি পরিচয়ে অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুস সালাম সিকদারের তুলে নিয়ে যায়। সেই থেকে তার কোন খোঁজ মিলছেনা। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আটকের বিষয়ে কিছুই বলতে পারছেন না বলে জানিয়েছেন। লাভলী বেগম আরও বলেন, বাকেরগঞ্জের আওয়ামীলীগ নেতা সৈয়দ সুলতান আহমেদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তার স্বামীকে হয়রানীর উদ্দেশ্যে আসামি করা হয়েছে। ডিবি পরিচয়ে তুলে নেয়ার পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করা হলেও সবাই বিএনপি নেতা আব্দুস সালাম সিকদারকে আটকের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। এ ঘটনায় তিনি (লাভলী) তার স্বামীর জীবনের সংশয় প্রকাশ করে অবিলম্বে অপহৃত সালাম সিকদারকে উদ্ধারের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি মোঃ মাসুদুজ্জামান বিএনপি নেতা সালাম সিকদারকে আটকের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন।