৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




ঢাকায় বরিশালের বিএনপি নেতাকে সাদা পোষাকে ডিবি পরিচয়ে অপহরন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০১৮, ২০:৩৪ | 736 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খোকন হাওলাদার, বরিশাল থেকেঃ-  বরিশাল জেলা বিএনপির সাবেক সদস্য ও বাকেরগঞ্জ উপজেলা বিএনপি নেতা আব্দুস সালাম সিকদারকে সাদা পোষাকে ডিবি পরিচয়ে অপহরন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার।
বৃহস্পতিবার দুপুরে অপহৃত বিএনপি নেতার স্ত্রী লাভলী বেগম স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকার আদাবর এলাকার শাহাবুদ্দিন মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে ৬/৭জন সাদা পোষাকধারীরা ডিবি পরিচয়ে অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুস সালাম সিকদারের তুলে নিয়ে যায়। সেই থেকে তার কোন খোঁজ মিলছেনা। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আটকের বিষয়ে কিছুই বলতে পারছেন না বলে জানিয়েছেন। লাভলী বেগম আরও বলেন, বাকেরগঞ্জের আওয়ামীলীগ নেতা সৈয়দ সুলতান আহমেদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তার স্বামীকে হয়রানীর উদ্দেশ্যে আসামি করা হয়েছে। ডিবি পরিচয়ে তুলে নেয়ার পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করা হলেও সবাই বিএনপি নেতা আব্দুস সালাম সিকদারকে আটকের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। এ ঘটনায় তিনি (লাভলী) তার স্বামীর জীবনের সংশয় প্রকাশ করে অবিলম্বে অপহৃত সালাম সিকদারকে উদ্ধারের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি মোঃ মাসুদুজ্জামান বিএনপি নেতা সালাম সিকদারকে আটকের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET