
নয়া আলো ডেস্ক- দুই দিনের সফর শেষে ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং। আজ শনিবার সকাল ১০টার একটু পরে তিনি ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদের সদস্যরা। বিমানবন্দরে যাওয়ার আগে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চীনা প্রেসিডেন্ট। সকাল নয়টার পরে তিনি সেখানে যান। ঢাকায় সাড়ে ২২ ঘণ্টার সফরে এসেই ব্যস্ত সময় পার করেন তিনি। বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে নৈশভোজে যোগদানের মধ্য দিয়ে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে দিনের কর্মসূচি শেষ করে নিজ হোটেলে ফেরি যান।