
নয়া আলো ডেস্ক-
একটা শঙ্কা ছিল সাব্বির রহমান রুম্মানকে নিয়ে। তবে, সেটা কেটে গেছে। চট্টগ্রাম টেস্টে ৬৪ রানের অনবদ্য অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলা সাব্বির পেটের ব্যাথা কাটিয়ে খেলবেন ঢাকা টেস্টে।
বৃহস্পতিবার, ২৮ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে চট্টগ্রামের শ্বাসরুদ্ধকর ম্যাচে ২২ রান জিতে গেছে সফরকারীরা।
ইনজুরি আর অফ ফর্ম মিলিয়ে ঢাকা টেস্টের স্কোয়াডে আগে থেকেই ছিলেন না পেসার শফিউল ইসলাম। তার জায়গায় নতুন পেসার শুভাশীষ রায়কে দলে নেওয়া হয়। যদিও, ২৮ বছর বয়সী এই পেসারকে একাদশে দেখার সুযোগ নেই বললেই চলে।
বরং বাড়তি একজন স্পিনার খেলাতে চায় টিম ম্যানেজমেন্ট। ফলে স্পিনিং অলরাউন্ডার শুভাগত হোমের একাদশে ফেরা অনেকটাই নিশ্চিত।
তবে, ২০১৪ সালের সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক পাওয়া শুবাগত গত দু’বছরে কোনো ফরম্যাটেই নিজেকে মেলে ধরতে পারেননি। সাত টেস্টে এক হাফ সেঞ্চুরি সহ ২১৩ রানের পাশাপাশি আটটি উইকেটও পেয়েছেন তিনি। আর টি-টোয়েন্টিতে পাঁচ ম্যাচ খেলে তার সংগ্রহ ৩৫ রান আর দুই উইকেট।
ঢাকা টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক সৌরভ, মাহমু্দউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম (অধিনায়ক-উইকেটরক্ষক), সাব্বির রহমান রুম্মান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি।